ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ৬:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
এক সময় আমাদের দেশের হাওর বিল পুকুর জলাশয় সহ আবাদি ধানি জমিতে মাছের কোন অভাব ছিল না। কিন্তু পোনা মাছ নিধন আর রাসায়নিক সার প্রয়োগের কারণে জলাশয় থেকে মাছ কমে যাচ্ছে। আমাদের স্বার্থেই মৎস্য সম্পদ রক্ষা করতে হবে।
বুধবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী উপরোক্ত কথা বলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুস ছালাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জিএম কিবরিয়া, পরিবহন মালিক গ্রুপের নেতা শাহ নুরুর রহমান শানুর,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ভেটেনারী সার্জন শাহাদৎ হোসেন। আলোচনা সভা শেষে উপজেলা কমপ্লেক্স থেকে এক বিশাল র্যালী সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে ওসমানীনগর থানায় গিয়ে শেষ হয়।
পরে অতিথিরা ওসমানীনগর থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।