ব্রেকিং নিউজঃ ইংল্যান্ডের কোচ হলেন বিগ সাম
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ৫:৪১ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ইংল্যান্ড ফুটবল সংস্থা এফএ সাম এলারডাইসকে দলের ম্যানেজার নিয়োগ দিয়েছে । রয় হুডসনের স্থলাভিষিক্ত নিয়োগের জন্য বেশ কয়েকজন প্রার্থী সাক্ষাতকার দিলেও শেষমেষ ওয়েস্টহাম ও স্যান্ডারল্যান্ডের সাবেক এই কোচকেই এফএর মনে ধরেছে। বিগ সাম একজন ইংলিশ। প্রিমিয়ার লীগের নিচের সারির কয়েকটি দলকে কোচিং করানোর অভিজ্ঞতা তার রয়েছে। এফএ প্রথমে বিদেশী কোচ নিয়োগের কথা ভাবলেও পরবর্তিতে স্থানীয় কাউকে নিয়োগ দিতে কয়েকজনের সাক্ষাতকার নেয়। হাল সিটির স্টিভ ব্রুস ও ব্রোণ মাউথের হাউয়ের নাম ছিলো আলোচনায়। সুত্র গোল ডটকম