গোয়াইনঘাটে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২:৫৫:২৫,অপরাহ্ন ২০ জুলাই ২০১৬
গোয়াইনঘাট সংবাদদাতা:
গোয়াইনঘাটে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (২০)।
জানা যায়, আব্দুর রহিমকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকাল ৮টার দিকে গ্রামের উত্তর পাশের একটি বরইগাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
রহিমের পরিবারের লোকজন গোয়াইনঘাট থানায় খবর দিলে এস আই হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, রহিম কয়েক মাস থেকে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় তা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে তার মনে অনেক কষ্ট ছিল। সে কষ্টের অবসান ঘটাতে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার নিকটজনদের ধারণা।