সরকারীকরণ হলো বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ২:৫১ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা:
বিশ্বনাথ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় অবশেষে সরকারীকরণ করা হয়েছে। এ সংবাদে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।
বিদ্যালয় জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
বিদ্যালয় জাতীয়করণের বিষয়টি বুধবার সন্ধ্যায় নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, বিদ্যায়ল জাতীয়করণের সংক্রান্ত মন্ত্রণায় থেকে কাগজপত্র এসেছে।
প্রসঙ্গত, উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১০৭ বছর পর জাতীয়করণ হলো।