নিসচা যুক্তরাজ্যের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ২:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়ক চাই-বাংলাদেশ সরকারের পাশাপশি জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে। অসচেতনতা ও দক্ষতার অভাব সড়ক দুর্ঘটনার বড় কারণ, তাই নিরাপদ সড়ক চাই বাংলদেশ চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে।
এছাড়া পথচারীদের ফুট ওভারব্রীজ ব্যবহারে উৎসাহিত করছে, সড়ক দুর্ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, মহাসড়কে ট্রমা সেন্টার নির্মাণ, সবকটি মহাসড়কে চারলেনে উন্নীত করণ এবং ভবিষ্যত প্রজন্মকে সচেতন করে তুলতে নিরাপদে সড়ক ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিষয়টি পাঠ্যসুচিতে অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।
তিনি নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য আয়োজিত ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইষ্ট লন্ডনের ব্লমুন সেন্টারে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১৩ জুলাই বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার খালিছ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন সড়ক ও নৌ পথে দুর্ঘটনা রোধ এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সাধনে অসামান্য অবদান রেখে চলেছে। সড়ক দুর্ঘটনা একটি বৈশ্বিক সমস্যা আর নিরাপদ সড়ক চাই বাংলাদেশের গন্ডী পেরিয়ে প্রবাসীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে যা সত্যিই প্রশংসার দাবিদার। নিরাপদ সড়ক চাই আজ গণমানুষের দাবিতে পরিণত হয়েছে আর তা সম্ভব হয়েছে।
নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল এর পরিচালনায় সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি নেছার আলী সমসু, নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া, উপদেষ্টা আলতাফুর রহমান মোজাহিদ, উপদেষ্টা সারব আলী, উপদেষ্টা তারিফ আহমদ, উপদেষ্টা মাসুদ আহমদ, উপদেষ্টা বাবুল হোসেন, সায়াদ আহমদ সাদ, খসরুজ্জামান খসরু, এস এম সুজন, মিয়া আক্তার হোসেন সানু, আফসর খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সিনিয়র সহসভাপতি সৈয়দ তাজির উদ্দিন মান্নান, সহসভাপতি লোকমান আলী, সহসভাপতি সালেহ আহমদ, রুহুল আমিন দোলন, মোহাম্মদ আলী জিলু, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরী পাভেল, অর্থ সম্পাদক আরুক চৌধুরী, মহিলা সম্পাদিকা মুন কোরেশী, আইন সম্পাদক আছাওর আলী, আন্তর্জাতিক সম্পাদক আরিফুল ইসলাম, মতাহির আলী সোহেল, আমিনুল হক জিলু, জুলফিকার আলী সোহেল, বাবুল খান, লাকী মিয়া, শামিম আহমদ, সামসুল ইসলাম, চন্দন মিয়া, আব্দুস সালাম, আজিজুল হক, রাবেয়া জামান জোছনা, আহমদ ফখর কামাল, বদরুল ইসলাম, লুতফা বেগম, বশির আহমদ, সুরমান আলী, বদরুল আহমদ চৌধুরী, হোসনে আরা মতিন, মেহের নিগার চৌধুরী, সোনা মিয়া, চুনু মিয়া চৌধুরী, সারোয়ার কবির।
অনুষ্ঠানে অতিথিদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান, নাজরাতুন নাইম, সৈয়দা মাসুদা খানম, জামাল উদ্দীন, সাইফুল হক, সেলিম উদ্দীন, জুবায়ের আহমদ ও মইনুল ইসলাম ।