বাংলাদেশি শেফের তৈরী খাবারে মুগ্ধ ফরাসী প্রেসিডেন্ট
প্রকাশিত হয়েছে : ১:৪২:৫৯,অপরাহ্ন ২০ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
ব্রিটেনের পর ধীর গতিতে হলেও ফ্রান্সে বাংলাদেশিরা রেস্টুরেন্ট ব্যবসায় এবং রেস্টুরেন্ট এ কাজ করে বাংলাদেশকে আলাদা অবস্থানে নেয়ার চেষ্টা করছেন তা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ”রাবেলাইস ইয়াং ট্যালেন্ট-২০১৬” প্রতিযোগিতায় বিজয়ী ইব্রাহিমের সাফল্য ফরাসি মিডিয়ায় রীতিমত সাড়া ফেলে। এবার ঠিক এরকমই প্যারিসের উপকণ্ঠে সান্তুয়ায় ফরাসি রেস্তুরা লু ক্যাফে ফুল ব্যাখ এ কর্মরত বাংলাদেশি শেফ মোশাররফ হোসেনের তৈরী ফ্রেঞ্চ খাবার খেয়ে মুগ্ধ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
এ রেস্টুরেন্টে কর্মরত আরেক তরুণ বাংলাদেশি শেফ জাহাঙ্গীর আলম জানান, আমার জীবনে এটা সেরা মুহূর্ত। প্রেসিডেন্টের সাথে সেলফি তুলেছি। আসলে সেলফি নিয়ে কোন কথা নয় উনার প্রথম প্রশ্নই ছিল -ভু কেল পেই -মানে আমার দেশ কোথায়। উত্তরে আমি তাড়াহুড়া করেই বলে ফেলি বাংলাদেশ। প্রেসিডেন্ট অনেক আদর করে তখন থেখেভিয়া – অনেক ভালো। সাথে সাথেই প্রেসিডেন্ট বললেন খাবার অনেক ভালো হয়েছে।