বিশ্বনাথ সংবাদদাতা:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক গুলো প্রদিক্ষণ শেষ পরিষদের বিআরডিবি’র হল রুমে আলোচনা সভায় মিলিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, থানার এস আই তোফাজ্জুল হোসেন, প্রভাষক আবদুশ শহিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম তালকুদার, উপজেলা প্রজেক্ট কো-অডিনেটর সুচনা মোছাব্বের আহমদ, ইউনিয়ন কো-অডিনেটর সুচনা সুমা বড়ুয়া, হাছনা হেনা, সাবেক পুলিশ সদস্য আসলাম রাজ,বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-আহবায়ক লোকমান হোসেন, সদস্য মশিউর রহমান, ফটো সাংবাদিক শফিকুল ইসলাস শফিক, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হারান দে, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, রামপাশা ইউপি ছাত্রলীগ নেতা আবদুল মুকিত সুমন, জাপা নেতা আলা উদ্দিন, মোজাহিদ মিয়া, মৎস্যচাষী মধু মিয়া।
র্যালী শেষে উপজেলা সদরের বাসিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা।
মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ১:২৬ অপরাহ্ণ