বালাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচী পালন
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা:
বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ( ভুমি) মোঃ নাজমুল ইসলাম সরকার।
সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া।
বক্তব্য প্রদান করেন বালাগঞ্জ থানার ওসি তদন্ত জালাল উদ্দিন আহমদ, একটিবাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তানজিল মাহমদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, মোঃ কাজল মিয়া, সিএ সিরাজুল ইসলাম (শাহজাহান), সিএ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন প্রশাসিনক কর্মকর্তা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মৎস্য চাষীবৃন্দ।
শোভা যাত্রা শেষে উপজেলাস্থ পুকুরে পোনা অবমুক্ত করে আলোচনা সভায় প্রধান অতিথি মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ” জল আছে যেখানে-মাছ চাষ সেখানে ”।