অসুস্থ ফখরুল যোগ দেননি হাউস অফ লর্ডসে
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৯:২১ অপরাহ্ণ
যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্য সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাউজ অব লর্ডসে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশ নিতে পারেননি। লন্ডনের প্রচন্ড তাপদাহে মির্জা ফখরুল অসুস্থতা বোধ করেন।
যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের নেতা আবুল হোসেন জানান,সোমবার হঠাৎ করে লন্ডনে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ব্রিটিশ পার্লামেন্ট এলাকায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে লন্ডন সময় আনুমানিক ৭টার দিকে তাকে হোটেলে ফেরার অনুমতি দেন চিকিৎসকরা।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম অসুস্থ হওয়ার পর লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে দেখতে হাসপাতালে যান। তিনি বিএনপির অসুস্থ মহাসচিবের পাশে থেকে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার যাবতীয় বিষয় দেখভাল করেন। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে মির্জা ফখরুলকে হিলটন হোটেলে পৌঁছে দিয়ে লন্ডনের বাসায় ফেরেন তারেক। বাসায় ফিরেও তিনি বিএনপি মহাসচিবের খোঁজ-খবর রাখছেন।
যুক্তরাজ্য বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত মির্জা ফখরুল রোববার রাতের খাবারের পর কিছুটা অসুস্থবোধ করেন। তবে সোমবার সকালে তিনি সুস্থই ছিলেন এবং ইউকে বিএনপির শীর্ষনেতাদের সঙ্গে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যান। সেখানে অতিথিদের সঙ্গে কফি পানের সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান।
চিকিৎসকরা ধারণা করছেন, সোমবারের প্রচণ্ড গরমে মির্জা ফখরুলের শরীর খারাপ হয়ে থাকতে পারে। সোমবার লন্ডনের তাপমাত্রা ছিল ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে এক আলোচনায় যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গত শনিবার (১৬ জুলাই) মধ্যরাতে (বাংলাদেশ সময়) লন্ডন পৌঁছান। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। তারা সেন্ট্রাল লন্ডনের পার্কলেনের হিলটন হোটেলে অবস্থান করছেন।
মির্জা ফখরুলের অনুপস্থিতিতে আমীর খসরু হাউজ অব লর্ডসে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানান শায়রুল কবির খান।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে দেশে ফেরার পথে সিঙ্গাপুরে চিকিৎসকদের পরামর্শ নেবেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে তিনি সিঙ্গাপুরে কয়েকবার ডাক্তার দেখিয়েছেন।