জঙ্গি হামলার আশঙ্কাঃ মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৮:৪০ পূর্বাহ্ণ
সুরমা ডেস্কঃ মন্ত্রীদের ওপর জঙ্গিরা যে কোনো সময় হামলা করতে পারে। এ শঙ্কায় তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সোমবার এ এসএমএস পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘মন্ত্রিসভার সদস্য ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর হামলা চালানো হতে পারে- এমন তথ্য দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার দেয়া এ প্রতিবেদনের প্রেক্ষিতে মন্ত্রিসভার সব সদস্য ছাড়াও সরকারের পদস্থ কর্মকর্তাদের সতর্কভাবে চলাফেরার জন্য বলা হয়েছে। একই সঙ্গে তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান ও হাউস গার্ডকে সতর্কাবস্থায় থাকার জন্য বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।’
এক প্রশ্নে তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, মন্ত্রীর ওপর হামলা হবেই। কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলাকারী কারা তাদের খুঁজে বের করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’
এর আগে পুলিশের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া মন্ত্রিপরিষদ সদস্যদের কাছে এসএমএসে সালাম জানিয়ে বলেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, যে কোনো সময় যে কোনো মন্ত্রীর ওপর জঙ্গিগোষ্ঠী হামলা চালাতে পারে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকবেন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করবেন।’ এর আগে ১১ জুলাই ও সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগরীতে টহল বৃদ্ধি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।