ভারত-পাকিস্তানের সীমান্ত এলাকায় ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৬, ২:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ভারত-পাকিস্তানের সীমান্ত এলাকায় মধ্যমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার সন্ধ্যার দিকে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, লাহোরের নানকানা সাহিব, কসুর ও শেইখপুরাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার ওই কম্পনের উৎপত্তি ১০ কিলোমিটার ভূ-অভ্যন্তরে ছিল বলে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
কম্পনে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। একই সময়ে ভারতেও কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের বিভিন্নস্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ৪ দশমিক ৬ মাত্রার কম্পনে অমৃতসর, পাঞ্জাব ও জালানধর কেঁপে উঠেছে।