সাবধান! যে কোনও মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ব্রেন!
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৬, ৭:২২ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ
ব্রেন হ্যাক। এমনটাও সম্ভব! অবাক হলেও এমনটাই দাবি করছেন কিছু বিজ্ঞানী। ২১ শতকের বিজ্ঞানে এটাই নাকি বিষ্ময়কর আবিষ্কার হবে। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।
না জাদুকর ম্যানড্রেকের সম্মোহনের কোনও দরকার হবে না। কারণ, এখন এমন এক যন্ত্র আবিষ্কার হয়েছে, যা নাকি নিজে থেকেই যে কোনও মানুষের মস্তিষ্কের সমস্ত সিগন্যালকে ধরে ফেলবে এবং সেই সিগন্যালকে আবার কোনও টিভি মনিটর বা কম্পিউটার মনিটরের স্ক্রিনে দেখিয়ে দেবে।
মন পড়ে নেওয়ার এই যন্ত্র নাকি আবিষ্কার হয়ে গিয়েছে। এমনটাই দাবি করছেন ইউনিভার্সিটি অফ অরিগন-এর বিজ্ঞানীরা।
ইতিমধ্যে ‘জার্নাল অফ নিউরোসায়েন্স’ও এই নিয়ে প্রবন্ধ প্রকাশ করেছে। প্রবন্ধে দাবি করা হয়েছে, একজন মানুষের মনের ভিতরে কী চলছে, কোন কথা ঘুরপাক খাচ্ছে—সবই নাকি দেখিয়ে দেবে এই যন্ত্র। এমনকী, মনের কোন কোণায় কি খিচুড়ি পাকছে তা টেনে বের করে দেখানোয় এই যন্ত্রের নাকি জুড়ি মেলা ভার।