লর্ডস টেস্ট পাকিস্তানের নিয়ন্ত্রনে
প্রকাশিত হয়েছে : ১১:১১:৫৪,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৬
স্পোর্টস ডেস্ক:
ইয়াসির শাহের অসাধারন বোলিংয়ে ৬৭ রানের লিড পেয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের ৩৩৯ রানের জবাবে ইংলিশরা থেমে গেছে ২৭২ রানে। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস আসে অধিনায়ক কুকের ব্যাট থেকে। ৭২ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়ে ইয়াসির শাহই ইংলিশদের ব্যাকফুটে ঠেলে দেন । এছাড়া আমির, রাহাত, রিয়াজ একটি করে উইকেট লাভ করেন । এ রিপোর্ট লেখার সময় পাকিস্তান ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ২ রানে এক উইকেট হারিয়েছে । হাফিজ নিজের নামের পাশে কোন রান যোগ করার আগেই আউট হছেন ব্রোডের বলে।