শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:০৬,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনাই। ১৫৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপের আছে মেসির দেশ। আর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অবস্থান নবম। দুই ধাপ অবনমন হয়ে বাংলাদেশের বর্তমান র্যাংকিং ১৮৩। তাদের রেটিং পয়েন্ট ৮৫।
এদিকে র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম আছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় আছে কলম্বিয়া। অপরদিকে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি চতুর্থ এবং কোপা আমেরিকার শিরোপাজয়ী চিলি পঞ্চম স্থানে রয়েছে।
তবে র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে পর্তুগাল। তারা ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ফ্রান্স আছে সপ্তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আফগানিস্তান। তাদের অবস্থান ১৫০তম। এরপর ভারত ১৫২তম।