মোগলাবাজার ইউনিয়ন ওয়ার্ড ফুটবল লীগ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫:১১:২১,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৬
সুরমা নিউজ: দক্ষিণ সুরমা উপজেলার ২য় মোগলাবাজার ইউনিয়ন ওয়ার্ড ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোগলাবাজার রেবতী রমন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিপুল দর্শকদের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল দল ১-০ গোলে ১নং ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়ার সভাপতিত্বে, ইউপি মেম্বার সেলিম আহমদ ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিমার আলীর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামদ চৌধুরী এমপি বলেন, ইউনিয়ন ওয়ার্ড ফুটবল লীগ আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগে এতে নিজ নিজ এলাকা থেকে ভালো খেলোয়াড় তৈরীর পাশাপাশি বর্তমান যুব সমাজকে মাদক থেকে রক্ষা করা সম্ভব। পরে প্রধান অতিথি মাহমুদ উস সামদ চৌধুরী এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, লন্ডন প্রবাসী লাকী আহমদ, রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কান্তি তালুকদার, কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, অধ্যাপক মুহিবুর রহমান, মোগলাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিরা মিয়া।
মোগলাবাজার ফুটবল কোচিং সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা মঈনুল ইসলাম, জাহেদ হোসেন, ইউপি মেম্বার আবুল কাশেম, মকবুল হোসেন, সমছ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, দুলাল হোসেন, নন্দন চন্দ্র পাল, আলী আহমদ রাজু, ময়নুল ইসলাম, রিপন আহমদ, কটাই মিয়া, বাটুল মিয়া, গোলাপ মিয়া, হাসান আহমদ প্রমুখ।