ফ্রান্সে লরি হামলায় ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন এর নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৫:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বৃহস্পতিবার জনতার ওপর দ্রুতগতির ট্রাক-হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহুলোক। স্পষ্টতই এটি একটি সন্ত্রাসী হামলার ঘটনা বলে জানিয়েছে ফরাসি পুলিশ ।
ফ্রান্সের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিরীহ জনসাধারণের উপর এমন জগন্য হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউরোপের বৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ইপিবিএ।
ইপিবিএ নেতারা এক বিবৃতিতে বলেন শান্তিপ্রিয় ফরাসি জনগণের উপর এরকম ন্যাক্কারজনক হামলা বর্তমানে বিশ্ব মানবতাকে ভাবিয়ে তুলেছে।নেতারা এ হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ।