সিলেটে ১৪ দলের সভায় বক্তারা; জঙ্গিবাদ মোকাবেলায় পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলতে হবে
প্রকাশিত হয়েছে : ১০:২২:২৪,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৬
সুরমা নিউজ: সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর সভাপতিত্বে বৃহস্পতিবার রাত ৮টায় মাছিমপুরে ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ১৪ দল সিলেটের সমন্বয়ক প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও দেশে চলমান জঙ্গী হামলায় নিহদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলা ও সরকারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আলোচনা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত করতে না পেরে আন্তর্জাতিক চক্রান্তের সাথে সংযুক্ত হয়ে অসাম্প্রদায়িক এ দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের এ জঙ্গি তৎপরতা মোকাবেলা করতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া, জাসদ সিলেট (একাংশ) সভাপতি আলহাজ¦ কলন্দর আলী, সাধারণ সম্পাদক এডভোকেট ছয়ফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, জাসদ (ইনু) সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তার ও মোঃ সুলেমান আহমদ, ন্যাপ সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাধা রঞ্জন চৌধুরী কানু, ন্যাপ সিলেট মহানগর সহ সভাপতি মোঃ আবিদ আলী প্রমুখ।