জাতীয়করণ হচ্ছে সিলেট বিভাগের ৭টি মাধ্যমিক বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ৬:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ : সিলেট বিভাগের ৭টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এই ৭টিসহ সারা দেশে ৭৯টি বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক অনুমোদন দেন। শিক্ষা মন্ত্রণালয় ১৩ জুলাই স্কুলগুলোর নাম শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেয়।
জাতীয়করণের লক্ষ্যে এই বিদ্যালয়গুলো নতুন নিয়োগের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন শিক্ষা বিভাগের উদ্বর্তন কর্মকর্তারা। অধিদপ্তরের সহকারি পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে একথা জানানো হয়েছে।
সিলেট বিভাগের বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যলয়, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ এ বি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বামৈ উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যলয়।