শোক সংবাদ
প্রকাশিত হয়েছে : ৭:০৮:৪৮,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৬
বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যা্ণ ট্রাষ্টের ট্রাষ্টি ইদন আলীর ভগ্নিপতি, মোছাঃ রহিমা বেগমের পিতা বারমিংহাম টিপটনের বাসিন্দা হরমুজ আলী(৮৬) গত সোমবার ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার বাদ জোহর টিপটন জালালিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। হরমুজ আলীর মূল বাড়ি জগন্নাথপুর থানার মিঠাভরাংগ্রামে। তাঁর মৃত্যুতে বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্ট নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।