মেসিদেরকে দেখে ভয় পেয়েছিলাম: নেইমার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ২:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: মাত্র সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার। বিশ্বের সেরা সেরা ফুটবলারে ভর্তি বার্সার ড্রেসিং রুম। তাদের সঙ্গে আছেন লিওনেল মেসির মতো বিশ্বের এক নম্বর ফুটবলার। তাদের সঙ্গে খেলার কথা ভাবলে ভয় পাওয়ারই কথা। নেইমারের ক্ষেত্রে সেটির ব্যতিক্রম হয়নি। ব্রাজিলীয় তারকা জানিয়েছেন অভিষেকের আগে মেসিদেরকে দেখে তিনি ভয় পেয়েছিলেন।
২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ব্রাজিলের ঘরোয়া লিগ ছেড়ে প্রথমবারের মতো ইউরোপের ফুটবলের সঙ্গে পরিচিত হন তিনি। তাই নিজেকে মানিয়ে নিতে প্রথম দিকে মানসিকভাবে কিছুটা সময় নিতে হয়েছিল নেইমারকে।
অভিষেকের আগে মেসিদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি সম্পর্কে নেইমার বলেছেন, ‘বার্সেলোনায় প্রথম ম্যাচের আগে মেসি ও অন্যদেরকে দেখে আমি ভয় পেয়েছিলাম।’
গ্লোভ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ‘ড্রেসিংরুমে মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে ও দানি আলভেজকে আমি পেয়েছিলাম। তারা আমার আইডল ছিলেন। এটা এমন ছিল যে আমি একটি প্লেস্টেশনে খেলছিলাম। শুরুটা আমার জন্য খুবই কঠিন ছিল।’
স্বদেশী দানি আলভেজ তাকে অনেক সাহায্য করেছেন বলে জানিয়েছেন নেইমার। বলেছেন, ‘বার্সেলোনায় মানিয়ে নিতে এবং আজকে আমি যা তা হতে দালি আলভেজ আমার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। বার্সেলোনায় তিনি আমার জন্য যা করেছেন সেই জন্য তাকে আমার অনেক কিছু দেয়ার আছে।’