জঙ্গিবাদ নির্মূলে আরো কঠোর হবো
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৬, ৫:২৫ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ
বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূলে আরো কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর পর্যালোচনাকালে জঙ্গি দমনে সরকারের কঠোরতর অবস্থানের বিষয়টি উল্লেখ করে এমন মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজনে আমরা অতি কঠোর অবস্থান নেবো। আমাদের অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য দানবদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি (শেখ হাসিনা) জনগণের আস্থার সঙ্গে, জনগণের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছেন। এ জন্য সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে মুক্তিযোদ্ধাদের চেতনা ধ্বংস করা যাবে না এবং যুদ্ধাপরাধীদের বিচারও বন্ধ করা যাবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ব্যাপারে মানুষকে সব সময় সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পর্কে আমাদের জনগণকে সতর্ক করতে হবে এবং সামাজিক এই দুষ্কর্মকে মোকাবিলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখন বহু দেশে এ ধরনের হামলা হচ্ছে। এটি এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। এ সময় তিনি ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, জাপান, ভারত ও অন্যান্য দেশে জঙ্গি হামলার কথা উল্লেখ করেন।