সুরমা নিউজ ডেস্ক: সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি। পরে শিরোপা হাতছাড়া হওয়ার দুঃখে জাতীয় দল থেকেই অবসর নিয়েছেন তিনি। কিন্তু মেসির সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির স্বপ্ন দেখছেন পেদ্রো ভাসকেজের।
সেদিন দলের প্রথম পেনাল্টি নিতে এসে বল গ্যালারিতে পাঠিয়ে দিয়েছিলেন মেসি। আর সে বল গিয়েছিল ভাসকেজের হাতে। মেসি যদি অবসরের সিদ্ধান্তে অটল থাকেন, তবে এটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির পা ছুঁয়ে আসা শেষ বল। আর সঙ্গে কোপা আমেরিকা ফাইনালে মেসির পেনাল্টি মিসের স্মৃতি তো আছেই। সব মিলিয়ে অমূল্য এক স্মারকই পেয়ে গেলেন এই চিলিয়ান সমর্থক।
ভাসকেজ নিজেও তা জানেন। তিনি বলেন, ‘বলটি পেয়ে ভালো লাগছে। তবে আমি বিক্রি করে দিতে পারি, এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। এভাবে দাম বাড়তে থাকলে বিক্রি করে দেব।’ ধারণা করা হচ্ছে, বলটি বিক্রি করে ২৭ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা) পাওয়া যাবে। অদূর ভবিষ্যতে হয়তো এর মূল্য আরও বৃদ্ধি পাবে। আর এখানেই ভাসকেজের মূল ভয়। তিনি বলেন, ‘সত্য হলো, বলটির দাম আরও বাড়লে আমার বাড়িতে এটা রাখা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।’
মেসির পেনাল্টি মিস করা সেই বলের দাম ২৭ লাখ টাকা!
প্রকাশিত হয়েছে : ২:২৬:২৬,অপরাহ্ন ০৮ জুলাই ২০১৬