আমার ভুল হয়েছে: মেসি
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৬, ৮:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২১ মাসের কারাদণ্ড সম্পর্কে বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসি জানিয়েছেন কর ফাঁকির ব্যাপারে তিনি কিছুই জানতেন না। আদালতে প্রায় ১৫ মিনিটের বক্তব্যে মেসি বলেন, ‘আমি শুধু ফুটবল খেলেছি, আমি এসবের কিছুই জানতাম না। তবে আমার ভুল হয়েছে আমি না দেখে, না পড়ে সব দলিল ও কাগজে স্বাক্ষর করেছি, কারণ আমি আমার বাবা ও আমার উপদেষ্টাকে বিশ্বাস করতাম।’ স্প্যানিশ কোর্টে বিচারকের সামনেই বাবাকে নিয়ে বসেছিলেন মেসি।
তবে সাজা হলেও জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনা ফরোয়ার্ডকে। স্পেনের নিয়ম অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে সাজার মেয়াদ ২ বছরের কম হলে জেলে যেতে হয় না। গত বছর মেসি ও তার বাবা জর্জ হোর্হের বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষ ৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনেন। সরকারি কৌসুলিরা জানান, মেসির বাবা বেলিজ ও উরুগুয়েতে কোম্পানি স্থাপনের মাধ্যমে ২০০৭ ও ২০০৯ সালে মেসির আয় থেকে এই পরিমাণ অর্থ ফাঁকি দেন।