মেসি না ফিরলে অবসরে যাবেন আগুয়েরোও
প্রকাশিত হয়েছে : ১:২৮:৩৬,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক: আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল বেশ কঠিন সময় পার করছে। লিওনেল মেসি তাদের বিদায় জানিয়েছেন। সরে দাঁড়িয়েছেন কোচ জেরার্ডো মার্টিনোও। গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার আর্জেন্টিনার জার্সি তুলে রাখতে যাচ্ছেন। তবে এবারে আর গুঞ্জন নয়। দেশটির অন্যতম প্রতিভাবান ফুটবলার সার্জিও আগুয়েরোর বাবা জানিয়ে দিলেন, মেসি যদি না ফেরেন তাহলে থাকছেন না তার ছেলেও।
ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ডের সঙ্গে মেসির বন্ধুত্বের শুরুটা হয়েছিল দেশের অনূর্ধ্ব-২০ দলে খেলার সময় থেকেই। চিলির বিপক্ষে কোপার ফাইনালে হেরে মেসি যখন রোজারিওতে সেই আগুয়েরোর বাড়ি গিয়ে উঠলেন, তখনই বোঝা গেল বন্ধুত্বটা মোটেও হালকা হয়নি।
ছেলে সম্পর্কে আগুয়েরোর বাবা লিওনেল আগুয়েরো সরাসরি বলেন, ‘যদি লিও তার আন্তর্জাতিক দল স্থায়ীভাবে ছেড়ে যায়, তবে সার্জিও একই পথে হাঁটবে।’ তিনি যোগ করেন, ‘তারা দলের দায়িত্ব ছেড়ে যাবে তরুণদের ওপর, যেমনটা সাংবাদিকরা বলছে, ওদের নাকি সময় ফুরিয়েছে।’
আগুয়েরোর বাবা ফাইনালে আর্জেন্টিনার খেলায় মোটেও সন্তুষ্ট নন। জেরার্ডো মার্টিনোর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভই ঝাড়লেন। বলেন, ‘এই কোচ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক নয়। ফাইনালে আপনাকে অবশ্যই জয়ের জন্য খেলতে হবে। কিন্তু উল্টো চিলিকে বেশ কিছু সুবিধা দিয়ে দিলাম আমরা। তিনজন চোটে পড়া খেলোয়াড় নিয়ে খেলেছি। আর পুরো ৬০ মিনিট সময় আমরা তাদের দিয়েছি উপহার হিসেবে।’
লিওনেল আগুয়েরো এখানেই থামেননি। ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) উপরও। তিনি বলেন, ‘ম্যাচে হারার পর অ্যাসোসিয়েশন সবার খালি সমালোচনাই করতে পারে। প্রথমে আমরা ভালোই খেলছিলাম। তখন মনে হচ্ছিল যে কাউকে হারাতে পারি। কিন্তু ফাইনালে হারার পর এফএ সবার সমালোচনা শুরু করলো। মেসিও বাদ গেল না, যে তাদের সব দিয়েছে। অথচ প্রতিটি খেলোয়াড়ই নিজ নিজ ক্লাবের কাছ থেকে পাওয়া ছুটি না কাটিয়ে দেশের জন্য খেলতে এসেছে।’