মেসির ২১ মাসের জেল !
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৩১,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬
সুরমা নিউজ: বছরটা মোটেও ভালো যাচ্ছে না ছোট এই ফুটবল যাদুকরের । কোপা আমেরিকায় শিরোপা হারানো জাতীয় দল থেকে অবসর, আর এখন কর ফাকির মামলায় জেল । এ যেন মরার উপর খরার ঘা ।
কর ফাঁকির মামলায় লিওনেল মেসি ও তার বাবা হোর্হে হোরাসিও মেসির ২১ মাসের জেলের সাজা দিয়েছে স্প্যানিশ আদালত। সঙ্গে ২ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে মেসিকে।
তবে সাজা হলেও প্রকৃত অর্থে জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনা ফরোয়ার্ডকে। স্প্যানিশ নিয়ম অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে সাজার মেয়াদ ২ বছরের কম হলে জেলে যেতে হয় না।
২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছিলেন মেসি ও তার পরিবার। স্প্যানিশ আদালতের রায়, ইমেজ-সত্ত্ব থেকে পাওয়া অর্থের ওপর কর ফাঁকি দিতে ‘ট্যাক্স হেভেন’ বলে পরিচিত বেলিজ ও উরুগুয়েতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন মেসি। যদিও বার্সেলোনা ফরোয়ার্ড সব সময় দাবি করে এসেছেন, অর্থ সংক্রান্ত বিষয় কিছুই জানতেন না তিনি। সব সময় মাঠের ফুটবলে মনোযোগ দিয়েছেন, অর্থের ব্যাপারগুলো সব সময় দেখতেন তাঁর বাবা ও আইনজীবী।