সুরমা স্পোর্টস : কোপা আমেরিকায় দারুণ খেলে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন লিওনেল মেসি। কিন্তু ফাইনালে পেনাল্টি মিস করেন মেসি। দলকে শিরোপার স্বাদ দিতে না পারায় জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন মেসি। টানা তিন বছরে জাতীয় দলের হয়ে তিনটি শিরোপা হারায় হতাশ মেসি। তার অবসরের সিদ্ধান্তে অবাক অনেকেই। মাত্র ২৯ বছর বয়সি এ সুপারস্টারকে ফের জাতীয় দলে দেখতে ইচ্ছুক মেসিভক্তরা।
আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো মেরাডোনাও মেসিকে জাতীয় দলের ফিরে আসার অনুরোধ করেছেন। দেশটির প্রেসিডেন্টও একই আহ্বান জানিয়েছেন।
প্রায় এক সপ্তাহ পর সুসংবাদ দিল আর্জেন্টিনার গণমাধ্যম। লা নাসিয়োন লিওনেল মেসির বন্ধু ও প্রাক্তন সতীর্থের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ১০ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন মেসি! ব্রাজিলের বেলো হরিজেন্তে ম্যাচটি হবে।
লা নাসিয়োন তাদের প্রতিবেদনে বলছে, মেসি অবসর নেননি। বরং সাময়িক বিশ্রামে আছেন। আর্জেন্টিনা সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে খেলবেন। অক্টোবরে খেলবে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে। চারটি ম্যাচের পর ১০ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আবারও জাতীয় দলের জার্সি জড়াবেন মেসি। ব্রাজিলের বিপক্ষে খেলার পর ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবেন মেসি। তবে মেসির বন্ধু ও সতীর্থের নাম প্রকাশ করেনি গনমাধ্যমটি। মেসির প্রাক্তন ওই সতীর্থ তার সঙ্গে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছিল। সতীর্থের দাবি, ‘সে অবশ্যই ফিরে আসবে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কথা তার বিবেচনায় আছে।’
এদিকে স্কোয়াড দেখে জানা গেল, মেসির সঙ্গে তিনটি বিশ্বকাপ খেলেছেন জাভিয়ের মাসচেরানো ও ম্যাক্সি রড্রিগেজ। এ দুজনের মধ্যে মাসচেরানোর সঙ্গেই মেসির বন্ধুত্ব বেশি।
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ‘ফিরবেন’ মেসি !
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৬, ১০:১৩ পূর্বাহ্ণ