গেইলের তাণ্ডবে সাকিবদের জয়
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৬, ৯:০৭ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক: ক্রিস গেইলের তাণ্ডবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এ দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানদের জ্যামাইকা তলাওয়াস। ৪৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রিস গেইল।
সোমবার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগে ব্যাটিং করে ত্রিনিদাদ নাইট রাইডার্স ৪ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেট ও ১০ বল আগে সিপিএলের দ্বিতীয় জয় তুলে নেয় জ্যামাইকা।
ব্যাট হাতে ক্রিস গেইল ঝড় তুলবেন সেটা শুরু থেকেই বোঝা যাচ্ছিল। কোনো বোলারকেই পাত্তা দিচ্ছিলেন না এ ব্যাটিং দানব। ৫৪ বলে গেইল করেন ১০৮ রান। ১১টি ছয় ও ৬টি চারে বাঁহাতি এ ওপেনার তার ইনিংসটি সাজান। ৩০ বলে হাফসেঞ্চুরি তুলে নেন গেইল। সেখানে ছিল ৫টি চার ও ৪টি ছয়ের মার। এরপর সেঞ্চুরি পেতে ১৯ বল খেলেন জ্যামাইকা তলাওয়াসের অধিনায়ক। ১৩তম ওভারে সুলেয়মান বেনের এক ওভারে চারটি ছক্কা হাঁকান ক্যারিবিয় তারকা। হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি, দুটো ল্যান্ডমার্কে পৌঁছেছেন ছক্কা হাঁকিয়ে।
এর আগে সিপিএলের প্রথম ম্যাচে ৫১ রান করেন গেইল। তার ব্যাটিং তাণ্ডবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বল হাতে দ্যুতি ছড়াতে পারেননি সাকিব। ২ ওভারে ২৬ রান দিয়ে সাকিব ছিলেন উইকেটশূণ্য।