আবারো ক্রিকেটার সাকিবকে হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৮:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ: আবারো হত্যার হুমকি দেয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফোন থেকে সাকিবকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্যারবিয়ান সংবাদ মাধ্যমগুলো। জঙ্গিদের পক্ষ থেকেই তার প্রাণনাশের হুমকি এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও পিসিএলে খেলার সময় হোটেল রুমে ফোনে জীবননাশের হুমকি পান সাকিব। এরপর ফেসবুকে স্ট্যাটাস দেন এ অলরাউন্ডার। তথন দেশের বেশ কয়েকটা অনলাইন গণমাধ্যম খবরও প্রকাশ করেছিল যে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হোটেল রুমে সাকিব আল হাসানকে ফোন করে উর্দু ভাষায় হত্যার হুমকি দেয়া হয়। বেলা পৌনে তিনটার দিকে সাকিব নিজেই এই খবরের সত্যটা স্বীকার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিজের আইডি থেকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘হত্যার হুমকি! এখন অবধি আমি নিরাপদ, হ্যাঁ যথেষ্ট নিরাপদ আছি।’ পিএসএলে করাচী কিংসের হয়ে খেলতে সাকিব এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুবাইয়ের খেলা শেষ করে শারজায় যাওয়ার পরই ঘটে এই ঘটনা। উল্লেখ্য, মঙ্গলবার সকালে ২য় ম্যাচ খেলতে মাঠে নামার কথা রয়েছে সাকিব আল হাসানের।