গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে যারা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৭:২৮ অপরাহ্ণ
সুরমা স্পোর্টস: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) চার সেমিফাইলানিস্ট চূড়ান্ত। কোয়ার্টার ফাইনাল শেষে গোলস্কোরার তালিকায় শীর্ষে থেকে গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে ফ্রান্সের অ্যান্তোনি গ্রিজম্যান। শীর্ষ তিনটি আসনই ফ্রেঞ্চদের দখলে। সেমিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল ব্যবধান কমিয়ে আনার সুযোগ পাচ্ছেন।
ফাইনাল নির্ধারণীতে বেলের ওয়েলসের মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। ৬ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে। পরদিন একই সময়ে জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স।
গোল্ডেন বুটের লড়াইয়ে যারা একে অপরকে চ্যালেঞ্জ জানাবেন তার একটি তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো:
# অ্যান্তোনি গ্রিজম্যান (ফ্রান্স) – গোল ৪টি, অ্যাসিস্ট ২টি।
# অলিভার জিরুদ (ফ্রান্স) – গোল ৩টি, অ্যাসিস্ট ২টি।
# দিমিত্রি পায়েত (ফ্রান্স) – গোল ৩টি, অ্যাসিস্ট ২টি।
# গ্যারেথ বেল (ওয়েলস) – গোল ৩টি, অ্যাসিস্ট ১টি।
# ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) – গোল ২টি, অ্যাসিস্ট ২টি।
# নানি (পর্তুগাল) – গোল ২টি, অ্যাসিস্ট ১টি।