আইসিসির কাছে ফান্ড চেয়েছে পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৭:২২ অপরাহ্ণ
সুরমা ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) থেকে ফান্ড চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারায় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সহায়তা চেয়েছে।
২০০৯ সাল থেকে বড়-ছোট কোনো দল পাকিস্তান খেলতে যাচ্ছে না। অবশ্য গত বছর জিম্বাবুয়ে পাকিস্তান সফরে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। সেজন্য জিম্বাবুয়েকে প্রচুর অর্থ দিয়েছিল পাকিস্তান।
প্রত্যেক বোর্ডের আয়ের বড় উৎস তাদের হোম সিরিজ। সেখানে ঘরের মাঠের বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজন করছে। এতে আয়ের পরিবর্তে ভর্তুকি দিতে হচ্ছে পিসিবিকে। মাঠ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, অতিথি দলের ব্যয় মেটাতে হয় আয়োজকদের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, গত সাত বছরে ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের। ক্ষতি পুষিয়ে নিতে এডিনবরায় সদ্য সমাপ্ত আইসিসি বোর্ড সভায় ক্রিকেট উন্নয়ন ও প্রচারের জন্য ফান্ড চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
পিসিবির প্রধান শাহরিয়ার খান এএফপিকে বলেছেন, ‘আমরা ফান্ড চেয়ে যে প্রস্তাব দিয়েছি, আইসিসি তা বিবেচনা করবে বলে জানিয়েছে।’২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পাকিস্তানের থেকে সরিয়ে নেয় আইসিসি। ১৯৯৬ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি পাকিস্তান। আইসিসি ইভেন্টের থেকে সামান্য হলেও ফান্ড চেয়েছে পাকিস্তান।