মেসিকে ফেরাতে বুয়েন্স এইরেসে মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৭:১৯ অপরাহ্ণ
সুরমা স্পোর্টস: প্রত্যাশা অনুযায়ী, লাখো মানুষের ঢল নামেনি! তবে প্রবল বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে বুয়েন্স এইরেসের রাস্তায় নেমেছেন লিওনেল মেসির কয়েকশ ভক্ত-সমর্থক। সবার একটাই আকুতি, ‘ফিরে এসো মেসি’। দেশবাসীর চাওয়াটুকু নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারবেন না আর্জেন্টাইন আইকন!
টানা তিন বছরে তিনটি ফাইনালে হারটাই মেসির হৃদয় ভেঙে দিয়েছে! চিলির বিপক্ষে শতবর্ষী কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে টাইব্রেকারে স্বপ্নভঙ্গের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বার্সেলোনার তারকার এমন সিদ্ধান্ত পুরো ফুটবল বিশ্বেই ব্যাপক আলোড়ন তোলে।
মেসিকে ফেরাতে মাঠে নামেন স্বয়ং আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বজুড়ে সাবেক ও বর্তমান ফুটবল তারকা, অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের পাশাপাশি তার অগণিত ভক্ত-সমর্থকদের একটাই চাওয়া, মেসি যেন তার সিদ্ধান্ত বদলে আর্জেন্টিনার জার্সি পরাটা অব্যাহত রাখেন।