প্রধানমন্ত্রীকে পণবন্দী করার হুমকি; ছাত্রদল নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ৪:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ: বাংলাদেশ জুড়ে আতঙ্ক। এরই মধ্যে চাঞ্চল্যকর মোড়। এবার ফেসবুক স্ট্যাটাসে খোদ প্রধানমন্ত্রীকে পণবন্দী করার হুমকি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে রংপুরে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই নেতার নাম আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)। তিনি রংপুর ছাত্রদলের ২৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গিয়েছে। মাহিগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের মোবাইল এবং ফেসবুক বন্ধ করে দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট আপলোড করা হয়। সেখানে বলা হয় ‘আমি যদি জঙ্গি হতাম তা হলে সবার আগে শেখ হাসিনাকে পণবন্দী করতাম।’ অপর এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। লজ্জা থাকলে তার এখনই পদত্যাগ করা উচিত। বাংলাদেশের সরকারীবাহিনী সাধারণ মানুষকে সন্ত্রাসী বানিয়ে যেভাবে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে এই বুদ্ধি যদি ১৯৭৫ সালে মেজর ডালিমের মাথায় থাকত………..।’
এছাড়াও ফেসবুক স্ট্যাটাসে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন বলে দাবি পুলিশের।