জঙ্গিবাদ দমনে হাসিনার পদক্ষেপের প্রশংসা ভারতের
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৬, ৪:৪৪ অপরাহ্ণ
সুরমা ডেস্কঃ
জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শক্তিশালী পদক্ষেপ’ নিয়েছে বলে প্রশংসা করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ মোদি সরকারের দু’বছরের অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এতে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার সন্ত্রাসী হামলা বন্ধে বাংলাদেশ সরকার কোন পদক্ষেপই বাদ রাখছে না। গ্রেপ্তার হয়েছে ৩ হাজার।’ এ খবর দিয়েছে এনডিটিভি। সুষমা স্বরাজ আরও বলেন, ‘শেখ হাসিনা শক্তিশালী পদক্ষেপ নিয়েছেন। আর এসব হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন ১ লাখ ইসলামিক নেতা। এতে দেশটির মানুষের মানসিকতা ফুটে উঠেছে।’ ভারত শুধু হিন্দু শরণার্থী নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাজ বলেন, ‘আমাদের শরণার্থী নীতি দমন পীড়নের শিকার সকল সংখ্যালঘুদের জন্য অনুকূল।’