কমলার পক্ষে নির্বাচনী প্রচারণায় মিশেল ওবামা
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
গতকাল শনিবার নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত মিশিগানে ডেমোক্রেটিক পার্টির সমাবেশ হয়। সমাবেশে কমলা হ্যারিসের পক্ষে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। এ সময় হাজারো জনতার উদ্দেশে আবেগপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
মিশেল ওবামা ট্রাম্পকে ‘স্পষ্ট মানসিক অবক্ষয়’ বলে অভিহিত করে বলেন, ‘আপনার জেদের কারণে নারী হিসেবে আমরা আনুষাঙ্গিক খরচের খাতায় চলে যাব।’ তার বক্তৃতায় বেশিরভাগ অংশই ট্রাম্প প্রশাসন কীভাবে গর্ভপাতের অধিকারকে প্রভাবিত করতে পারে তা নিয়ে ছিল। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কমলা হ্যারিসকে নির্বাচিত করতে ব্যর্থ হলে মারাত্মক পরিণতি হতে পারে।
মিশেল নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েও বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, বিষয়টি কতটা জটিল, তা বুঝতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ কারণে তিনি ‘অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেন। এই আইন বারাক ওবামার আমলে পাস করা হয়েছিল। তিনি দুই প্রার্থীর ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।
এরআগে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরও কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রে যে সাতটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, মিশিগান তার মধ্যে একটি। মিশিগানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।