ওসমানীনগর থেকে ফের প্রায় ১৭ লক্ষ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ৪
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর থেকে ফের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২৮০ বস্তা চিনি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ ও চোরাচালানে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা। এই ঘটনায় মঙ্গলবার ওসমানীনগর থানার এস.আই শফিকুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ট্রাক যোগে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার থানার সামনে চেকপোস্ট বসায় এস,আই শফিকুল ইসলামসহ একদল পুলিশ। ট্রাকটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ২৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় মোতালেব মন্ডল (৩০) বিপ্লব হাসান(২০) আমিনুল ইসলাম (২৮) স্বরজিতমোহন চন্দ্র ওরপে রিপন (৪০)-কে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।