সিলেট সুপার স্টারসের বিপক্ষে ‘কঠোর’ হচ্ছে বিসিবি
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৬, ৪:৩৮ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরেও অনেক ক্রিকেটারকে তদের পাওনা বুঝিয়ে দেয়া হয় নি।
এ নিয়ে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি। বিপিএলের ফ্রেঞ্চাইজি সিলেট সুপারস্টারসের কাছে এখনও অনেক টাকা বকেয়া রয়ে গেছে। খেলোয়াড়দের টাকা বাকি। এমনকি বিসিবির পাওনাও বাকি রয়ে গেছে। এর মধ্যে পাওনা পরিশোধে সিলেট সুপারস্টারসের পক্ষ থেকে চেক দেয়া হয়েছিল। সেই চেক ব্যাংক থেকে বাউন্স হয়ে ফিরেও এসেছে।
বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে ব্রিফিংকালে এই তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, দ্রুত খেলোয়াড়দের এবং বিসিবির পাওনা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। সিলেট সুপার স্টারসের প্রতি কঠোর সতর্কতা উচ্চারণ করে পাপন বলেন, এর জন্য যতো কঠোরই হতে হয়, বিসিবি তত কঠোর হবে।