সিলেট জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩৫৭ জন
প্রকাশিত হয়েছে : ৩:২৬:৫০,অপরাহ্ন ১৮ জুন ২০১৬
সুরমা ডেস্কঃ গত একসপ্তাহে সিলেট জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে ৩৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে নাশকতার অভিযোগে ও নাশকতার মামলায় ১ জন জঙ্গি ও ৩৫ জন জামায়াত শিবির সদস্যসহ মোট ৩৮ জনকে আটক করা হয় এবং ১১টি জিহাদী বই, ৭৩টি সরকার বিরোধী লিফলেট ও ২শ’ টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
এছাড়া সিলেট জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মামলার ৯৭ জন আসামী গ্রেফতার করা হয়। ৪৪ জন সাজা পরোয়ানাভুক্ত আসামী ও ১৭৮ জন পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ মোট ৬৮১টি পরোয়ানা নিস্পত্তি করা হয়।
২টি দেশীয় তৈরী পাইপগান, ১টি একনলা দেশীয় বন্দুক, ১টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ৭১ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ২০০ বোতল অফিসার্স চয়েস মদ, ৫০ বোতল ফেনিসিডিল, ৮ লিটার চোলাই মদ ও ১ লক্ষ ৬৮ হাজার পাতার বিড়ি উদ্ধার করা হয়।এসময় রেজিস্ট্রেশন বিহীন ৬০টি মোটর সাইকেল আটকসহ ২৯৫টি প্রসিকিউশন দাখিল করা হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।