মীর কাসেমের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৬, ৮:৪৮ পূর্বাহ্ণ
রুবেল হাওলাদার:
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার পরিবারের নয়জন সদস্য। আজ শনিবার দুপুর ১টার দিকে জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা মীর কাসেমের সঙ্গে দেখা করেন।
দেখা করা স্বজনদের মধ্যে আছেন- মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তার ও তাহমিনা আক্তার, মেয়ে তাহেরা তাসমিম, ভাগ্নে রুমান পারভেজ ও আব্দুল আল মাহাদী, ভাতিজা কেএম রশিদ উদ্দিন এবং শুভ মজুমদার।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, শনিবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের নয়জন সদস্য তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। পরে সাক্ষাতের জন্য আবেদন করলে শনিবার দুপুর ১টার দিকে তাদের সাক্ষাতের জন্য অনুমতি দেওয়া হয়।