আবারো বিএনপিতে ফিরছেন সমশের মবিন চৌধুরী!
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৬, ৭:০৪ অপরাহ্ণ
রুবেল হাওলাদার:
বিএনপিতে ফিরছেন সমশের মবিন চৌধুরী। শিগগির যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করে সাবেক এই কূটনীতিক বিএনপিতে ফিরবেন। তাকে দলে ফিরিয়ে নিতে ইতোমধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে ‘গ্রিন সিগন্যাল’ নিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
গত বছরের ২৯ অক্টোবর অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন সমশের মবিন চৌধুরী। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে লেখা পদত্যাগপত্র তৎকালিন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জমা দিয়েছিলেন তিনি। বিএনপির পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হলেও পরে সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান সমশের মবিন। একইসঙ্গে রাজনীতি থেকেও অবসর নেওয়ার ঘোষণা দেন তিনি। তখন গণমাধ্যমকে বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
অবশ্য তখন বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপিকে দুর্বল করতে সরকারের চাপের মুখে সমশের মবিন দল থেকে পদত্যাগ করেন। তবে দলের ভেতরের খবর ছিল, সমশের মবিন চৌধুরী বিএনপি নেতৃত্বের ওপর ক্ষুব্ধ ও হতাশ ছিলেন। বিশেষ করে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের সঙ্গে তার টেলিফোনে কথোপকথন ফাঁস হওয়ার পর তার ইঙ্গিত পাওয়া যায়।
সূত্র জানায়, বিএনপি মহাসচিবের মাধ্যমে চেয়ারপারসন বরাবর দেওয়া সমশের মবিনের সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তখনই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কয়েকজন সিনিয়র নেতা সমশের মবিন চৌধুরীকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়ে ছিলেন। অবশ্য সমশের মবিন তাতে রাজি হননি। তারপরও বিষয়টি বিবেচনা করতে তাকে অনুরোধ জানানো হয়। অবশেষে বরফ গলেছে। সমশের মবিন বিএনপিতে ফিরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। বিএনপিতে তার যোগদান এখন সময়ের ব্যাপার।
সূত্র জানায়, বিএনপি তথা রাজনীতি থেকে অবসর নেওয়ার পর থেকে প্রায় আট মাস চুপচাপ রয়েছেন সমশের মবিন চৌধুরী। বিএনপিতে শুভাকাংখী নেতারা টেলিফোনে খোঁজখবর নিতেন তার। তিনিও শুভাকাংখীদের সাথে টেলিফোন ও ব্যক্তিগত আলাপচারিতায় ভবিষ্যৎ রাজনীতি নিয়ে হতাশা ব্যক্ত করতেন। তবে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলেননি। এ ব্যাপারে তিনি নীরব ছিলেন তিনি।
২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সমশের মবিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। এরপর আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরির মেয়াদ শেষে করে ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। সে সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পান। ২০০৯ সালে বিএনপির কাউন্সিলে তাকে সহসভাপতির পদ দেওয়া হয়।