পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
আল আমিন, পর্তুগাল থেকে:
পর্তুগালের মারিনা দাজ ওনদাসে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জুন্তা ফ্রেগুশিয়া দি মারিনা দাজ ওনদাসের পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট হোসে আলবার্তো জর্দাঁও সুজানা (José Alberto Jordão Suzana)-কে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটির নিজস্ব সাংস্কৃতিক সংগঠন একাডেমিয়া কালতুরাল ওরিয়েন্টাল–মারিনা দাজ ওনদাস-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সোলায়মান আহমদ ও রায়নুজ্জামান আপন। সভাপতিত্ব করেন কমিউনিটির সুপরিচিত ও শ্রদ্ধাভাজন মুখ মারতা আমারেল।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মাজেদুল ইসলাম, তিনি কমিউনিটি ও স্থানীয় প্রশাসনের সুসম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এরপর বক্তব্য রাখেন মীম জান্নাত ও মাহদি হাসান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির সম্মানে বিশেষ বক্তব্য প্রদান করেন সামি মোহাম্মদ হোসেইন, তিনি হোসে সুজানা (José Suzana)-এর সামাজিক উদ্যোগ ও স্থানীয় কমিউনিটির প্রতি তাঁর অবদানকে বিশেষভাবে উল্লেখ করেন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মারিনা দাজ ওনদাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তৃতা দেন মিস্টার ড্যানিয়েল ফেরেয়রা কালদেয়রা, সিলভিয়া মারকারী লিল, ও কার্তিয়া সউসা, যারা বাংলাদেশি কমিউনিটির সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করেন।
বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন, মাওলানা নজরুল ইসলাম, ছালিক মিয়া, কাহার খান, শেখ এনামুল হক, মহি উদ্দিন, আব্দুল ছমিদ, সাইদুল ইসলাম, কামাল হোসেন, আলমাস মিয়া, আব্দুল ওয়াদুদ, আল আমিন, মাসুদ হাসান, আমিনুল ইসলাম, ওমর আব্বাস, ইমন হোসেন, ফাহিম, সাকরান, সামিন, শাহী, শাহাদাৎ, রাফিদ মিয়া, নাজিফা, মিথী প্রমুখ। এ সময় ফুল দিয়ে অতিথিকে বরণ করে নেন তারা, যা অনুষ্ঠানে এক আন্তরিক ও পারিবারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষে হোসে আলবার্তো জর্দাঁও সুজানা (José Alberto Jordão Suzana)-কে ঘিরে কেক কাটা হয়। এবং পরে অতিথি ও কমিউনিটির সদস্যদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও ঘরোয়া করে তোলে। সংবর্ধনা সভাটি স্থানীয় প্রশাসন ও বাংলাদেশি প্রবাসীদের মাঝে আরও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলবে, এমনটাই মনে করছেন উপস্থিত সবাই।







