সিলেট-২ লুনাতেই ভরসা বিএনপির
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
বিগত ফ্যাসিস্ট শাসনামলে হামলা-মামলা, নির্যাতনের মধ্যেও সিলেট-২ আসনে বিএনপিকে সুসংগঠিত রেখেছেন তাহসিনা রুশদীর লুনা। স্বামী এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন তিনি।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে যখন অনেকে পিছু হটেছেন, তখন ইলিয়াসপত্নী লুনা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা তারেক রহমান ও বিএনপির হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তারা আশা প্রকাশ করেছেন, দুঃসময়ের নেত্রী লুনার হাতেই সিলেট-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।







