লুনার পক্ষে সরব কয়েক হাজার নেতাকর্মী : চোখ কেন্দ্রে, অপেক্ষা মনোনয়নের
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ

জুবেল আহমদ:
তাহসিনা রুশদীর লুনা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী। দলের দু:সময়ের নেত্রী, স্বামী এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর কঠিন ঐ দুঃসময়ে কর্মীরা যখন দিশেহারা, ঠিক তখনি ইলিয়াস কর্মীদের পাশে ঢাল হয়ে দাড়িয়েছিলেন। কর্মীরাও তাকে পাশে পেয়ে ছিলেন উচ্ছ্বসিত। সেই থেকে রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে সিলেট-২ আসনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির হাল ধরে আছেন তিনি। ২০১৮ সালের নির্বাচনে পেয়েছিলেন দলের মনোনয়ন। কিন্তু নানা নাটকীয়তায় আর নির্বাচনে অংশ নিতে পারেন নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর যখন নতুন নির্বাচনের অপেক্ষা তখনও তিনি ছিলেন দলের একক প্রার্থী। কিন্তু হটাৎ করেই দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আর তাতে মন ভাঙে এই আসনের কয়েক হাজার নেতাকর্মীর। তবে তারা ছাড় দিতে নারাজ। সুসময় নয় বরং দু:সময়ে পাশে থাকা ইলিয়াসপত্নী লুনার পক্ষে সরব তারা। লুনার পক্ষ থেকে প্রতিনিয়ত করছেন ৩১ দফার লিফলেট বিতরণ ও মিছিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলের দুই শীর্ষ মনোনয়নপ্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যকার পাল্টাপাল্টি অবস্থান এখন প্রকাশ্যে। সব জল্পনা আর কাদা ছুড়াছুঁড়ির অবসান হবে আজ রোববার। সকালে সিলেট জেলার ৬টি আসনসহ বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকায় বিএনপির হাইকমান্ডের এ বৈঠকে উপস্থিত থাকবেন সিলেটের সব মনোনয়নপ্রত্যাশীরা। সেখানেই ধানের শীষের চুড়ান্ত প্রার্থী নির্ধারণ হতে পারে বলে জানা গেছে। এ নিয়ে সিলেট-২ আসনের অন্তর্গত ওসমানীনগর ও বিশ্বনাথে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হচ্ছেন ধানের শীষের কান্ডারি এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে সব জল্পনা কাটিয়ে লুনার হাতে ধানের শীষ উঠবে এমনটা আশা করছেন স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী। কেননা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর কর্মীদের পরম মমতায় আগলে রেখেছেন তিনি। হামলা, মামলা ও নির্যাতনের মধ্যেও তিনি নেতাকর্মীদের একত্রে রেখেছেন। রাজনীতিতে নিজেকে প্রমাণ করতে দিয়েছেন নানান পরীক্ষাও। লুনাই এই অঞ্চলের বিএনপির ভরসা। দুর্দিনে মাঠে ছিলেন, আন্দোলনের প্রতিটি ধাপে নেতৃত্ব দিয়েছেন। ফলে স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দুটোই আকাশচুম্বী। দুই উপজেলায় কয়েক হাজার নেতাকর্মী রয়েছে লুনার। এছাড়াও সাধারণ মানুষের মনে আছে এম ইলিয়াস আলীর প্রতি অগাধ ভালবাসা। নিখোঁজ হলেও এই দুই উপজেলায় যেকোন ভোটে ফ্যাক্টর ইলিয়াস আলী। ইলিয়াস আলীর রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। ইলিয়াস পরিবারের ইশারা যে দিকে তারাও সেদিকে ছুটে যান। তাদের একটাই দাবি এটা ইলিয়াস আলীর আসন, এখানে তাঁর অবর্তমানে লুনার কোন বিকল্প নেই।
সাধারণ মানুষ মনে করছেন, রোববারের বৈঠকে হাইকমান্ড মাঠ জরিপ, তৃণমূল মতামত ও রাজনৈতিক প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। জানা যাবে, ধানের শীষ হাতে পাবেন লুনা, নাকি নতুন মুখ হুমায়ুন কবির। তবে মাঠ পর্যায়ের চিত্র স্পষ্ট। লুনার প্রতি রয়েছে নেতাকর্মীদের দীর্ঘদিনের আস্থা ও আবেগ। লুনা দু:সময়ের নেত্রী, তাকে মনোনয়ন দিলে কর্মীদের উৎসাহ দ্বিগুণ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন “লুনা ছাড়া বিকল্প নেই” ¯স্লোগান ছড়িয়ে পড়েছে। লুনার দীর্ঘ রাজনৈতিক উপস্থিতি, ইলিয়াস পরিবারের জনপ্রিয়তা ও সংগঠনের প্রতি ত্যাগ তাকে এগিয়ে রেখেছে। অধিকাংশ মনে করছেন, যদি লুনা ধানের শীষের প্রতীক পান, তবে এই আসনে বিএনপির জয় নিশ্চিত হবে।
ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ বলেন, দু:সময়ে যখন দলের কেউ মাঠে ছিল না তখন লুনা ম্যাডাম ছিলেন। দলের দুঃসময়ে আমরা তাকে পেয়েছি। সুসময়ে আমরা তাকেই চাই। হাসিনা পলায়নের পর দলের সুসময়ে এসে দীর্ঘ দিনের রাজনীতিকে ঠেলে দিয়ে এখানে এমপি হওয়ার স্বপ্ন দেখাটা বেমানান। আমরা স্থানীয় নেতাকর্মীরা তা মেনে নেব না। লুনা ম্যাডামের বিকল্প এই আসনে কেউ নাই। সুসময়ে এসে কেউ কোন ষড়যন্ত্রের চেষ্টা করলে এক ইঞ্চিও ছাড় হবে না। আমরা ইলিয়াসপত্নীর কয়েক হাজার কর্মী যেকোন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ বলেন, সিলেট-২ আসন ঐতিহাসিকভাবে আমাদের নেতা এম ইলিয়াস আলীর পরিবারের, মাঠ জরিপেও আমাদের নেত্রী লুনা ম্যাডামের জনপ্রিয়তার ধারে কাছেও কেউ নেই। তাই দলীয় সিদ্ধান্ত আমাদের নেত্রী তাহসিনা রুশদীর লুনার পক্ষেই আসবে ইনশা আল্লাহ। আমরা কয়েক হাজার নেতাকর্মী আমাদের নেত্রীর মনোনয়নের অপেক্ষায়।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ বলেন, দলীয় হাইকমান্ড ভোটের মাঠ জরিপ আর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতামত যাচাই করলে আমাদের নেত্রী তাহসিনা রুশদীর লুনার বিকল্প খুঁজে পাবেন না। দুই উপজেলার সাধারণ ভোটারদের বাইরে হাজার হাজার নেতাকর্মী লুনার পক্ষে কাজ করছেন। আমরা আশা করছি আমাদের নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন করে দল তাকে মনোনয়ন দিবে। আর তিনি দলের মনোনয়ন পেলে সিলেট-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটবে।







