হায়! হাসান-হায়! হুসেন’ মাতমে ভারি হয়ে ওঠে ওসমানীনগরে পাঞ্জাতনের মোকাম
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগরে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। ‘হায়! হাসান-হায়! হুসেন’ মাতমে ভারি হয়ে ওঠে ওসমানীনগরের পাক পাঞ্জাতনের মোকামগুলো।
শানে পাঞ্জাতনগুলোতে কারবালার করুণ মাতমে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। শিশু-কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই একত্রে মাতম করছেন পাক-পাঞ্জাতনের শানে। ১লা মরহম থেকে এলাকার পাঞ্জাতনের মোকামগুলোতে পবিত্র আশুরার জারি চলছিল।
রবিবার (৬ জুলাই) ১০ মহরম তাজিয়া মিছিলের মাধ্যমে সমাপ্ত হয়। উপজেলার গোয়ালাবাজার ইউপি’র মরহুম পীর ওয়াছিদ আলীর বাড়ি পাঞ্জাতনের মোকাম-ব্রাহ্মণগ্রাম, এওলাতৈল পাক পাঞ্জাতনের মোকাম, মতিয়ারগাঁও পাঞ্জাতনের মোকাম, নিজ করনসী পূর্বপাড়া পাঞ্জাতনের মোকাম, উমরপুর ইউপি’র বড় ইসবপুর পীরবাড়ী, সাদীপুর ইউপি’র গজিয়া ও ইব্রাহিমপুরের পাঞ্জাতনের মোকাম, পশ্চিম পৈলনপুর কোনাপাড়া পাঞ্জাতনের মোকাম, ইশানশাহ মাজারে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। চারদিকে ‘হায়! ঘাসান, হায়! হুসেন’ ধ্বনিতে মুখরিত শোকানুষ্ঠান পালনের মাধ্যমে স্মরণ করা হয় ৬১ হিজরির ফোরাত নদীর তীরের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা।
এসব মোকামগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাতম, জারি, সঙ্গে রোজা ও নফল নামাজ, ইবাদত বন্দেগি ও শিরনী বিতরণ। পবিত্র আশুরা উপলক্ষে কোরআনে খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল, রোজা পালন, গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করছেন এলাকার মুসল্লিগণ। মসজিদে মসজিদে আলোচনা সভা, জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।