কোনো সম্প্রদায়কে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়- প্রীতম দাশ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
আমাদের জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা শহীদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সকল ধর্ম ও সকল বর্ণের মানুষ মিলে বসবাস করবো। আমাদের আগামী দিনের সকল অনুষ্ঠান উৎসবমূখর হয়ে উঠবে, আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করবো।
শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে উল্টো রথযাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রীতম দাশ।
প্রীতম দাশ বলেন, আমাদের হচ্ছে দেহ রথ, আমরা তার সারথী। তেমনি রাষ্ট্র হচ্ছে রথ, আর সরকার সেই রথ বহন করে। আমরা এমন এক দেশে বসবাস করি, যেখানে আমরা সকল ধর্ম সকল মতের মানুষ সকল সম্প্রদায় একসাথে মিলে মিশে বসবাস করে। আমরা এ দেশে আমাদের অধিকার সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে দেশে বসবাস করতে চাই। আমরা বিগত দিনে এই রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের মানুষে মানুষে বিভেদ ছিল, বিভাজন ছিল। সেই সকল বিভেদ সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই।
আমি সরকারে প্রতি আহব্বান জানাবো, আমরা যেন আমাদের ধর্ম, সংস্কৃতি সহ মানবিক মূল্যবোধ দিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করতে পারি। একটা উনক্লুসিভ রাষ্ট গঠন করতে পারি। সেই জন্য আমাদের হিন্দু মুসলিম সহ সবাই আমরা এই বাংলাদেশের একি সুতায় হাতে হাত মিলিয়ে কাধে কাধ মিলিয়ে বসবাস করবো।
উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়ির সভাপতি প্রমেশ পাল, সাধারণ সম্পাদক ভুষন দেব প্রমুখ। উদ্বোধণী অনুষ্ঠান শেষে দুর্গাবাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে হাজারো ভক্তরা রথ টেনে নিয়ে যান। উল্টোরথ দুর্গা বাড়ি থেকে বের হয়ে শহর ঘুরে আবারো দুর্গাবাড়িতে এসে শেষ হয়।
এদিকে উল্টো রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) কতৃক পৃথক আরেকটি রথ শহর প্রদক্ষিন করে।