বাংলাদেশি মেয়র-কাউন্সিলম্যান প্রার্থীদের নিয়ে এমবিসিএইচ’র মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের মিশিগানে সিটি নির্বাচনকে ঘিরে সরগরম বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এই নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আয়োজন করা হয় কমিউনিটির মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠান। মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের আয়োজনে হ্যামট্রামেক সিটির আলাদীন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হ্যামট্রামেক সিটির মেয়র প্রার্থী বর্তমান কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, খান হোসাইন, মি: বাংলাদেশ। কাউন্সিলম্যান প্রার্থীদের মধ্যে ছিলেন আবু মুসা, নাঈম চৌধুরী, রেজাউল চৌধুরী ও ট্রয় সিটির প্রার্থী সাদেক রহমান। হেড অব এমবিসিএইচ দেলোয়ার আনসারের সভাপতিত্বে মুন্নি রহমান ও জাবেদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রার্থীরা সিটিকে ঘিরে প্রার্থীরা নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে আগত বাংলাদেশিরা লিখিত প্রশ্নে সিটিতে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান, উন্নয়নমুলক কাজসহ একাধিক বিষয়ে জানতে চান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শাহেদুল হক, আজিজ চৌধুরী, রব্বানী তালুকদার, তায়েফুর রহমান, রিশাদ আহমেদ, সানি জায়গিরদার, খুরশিদা হক, আব্দুল বাসিত, রুম্মান চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এমবিসিএইচের আজমল হোসেন, জাহেদুল ইসলাম মারুফ, আবুল কাশেম ফাতেহ, মাশকুর খান, ফুয়াদ রহমান, সাফওয়ান আহমেদ।