বালাগঞ্জে এডিপি’র প্রকল্পে ঠিকাদার ইউএনও’র কর্মচারী : কাজ না করে ভূয়া মেমো দেখিয়ে টাকা উত্তোলন!
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
ইউএনও অফিসের সহকারী কাম-কম্পিউটার অপারেটর রিপন দে এডিপি প্রকল্পের ঠিকাদার। তাই একটি নিম গাছের চারার দাম ৪৮৫ টাকা, একটি জারুল চারা গাছের দাম ২৫০ টাকা, একটি কদম চারা গাছের দাম ১৫০ টাকা, একটি কৃষ্ণচূড়া চারা গাছের দাম ৫০ টাকা, একটি বাঁশ চারার দাম ৮২ টাকা। এমন ঘটনা ঘটেছে সিলেটের বালাগঞ্জ উপজেলায়। বালাগঞ্জ উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে এডিপি’র আওতায় বনজ ও ঔষুধি গাছ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপনের একটি প্রকল্প নেয়া হয়। প্রকল্পের জন্য বাজেট ২ লাখ টাকা। গাছ ক্রয় না করেই ভূয়া মেমো করে অর্থ উত্তোলন করা হয়েছে। ক্রয় মেমোতে থাকা নম্বরে যোগাযোগ করলে বন্ধু নার্সারি, বগুড়া কর্তৃপক্ষ জানায় তাদের মেমো জাল করা হয়েছে যা মানহারিকর। কিন্তু ক্রয়মেমো তে বন্ধু নার্সারির ঠিকানা দেয়া হয় সিলেটের লালাবাজার, প্রকৃত ঠিকানা বগুড়া।
এই কাজে ইউপি সদস্যকে হাত খরচা দিয়ে নাম মাত্র প্রকল্পের সভাপতি বানিয়ে কাজ করেন ইউএনও অফিসের সহকারী কাম-কম্পিউটার অপারেটর রিপন দে।
জানা যায়, বালাগঞ্জ উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় বনজ ও ঔষুধি গাছ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপনের একটি প্রকল্প নেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ আলী। প্রকল্পের জন্য বাজেট ২ লাখ টাকা। জালিয়াতি মেমো সূত্রে জানা যায়- আম, জাম, কাঁঠাল, নিম, অর্জুন ৪৮৫ টাকা করে ৮০টি গাছের দাম ৩৮ হাজার ৮শ, কৃষ্ণচূড়া ৯০টি ৪ হাজার ৫শ, সোনালো ১০০টি ২৫ হাজার, জারুল ৯০টি ২২ হাজার ৫শ, কদম ৭০টি ১০ হাজার ৫শ, বাঁশ ৬৯টি ৫ হাজার ৭শ, ভাড়া ৫ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন না করেই ইতোপূর্বে অর্থ উত্তোলন করেছে আহমদ আলী।
এবিষয়ে আহমদ আলী বলেন, এই প্রকল্পের ব্যাপারে আমি কিছুই জানি না। আমার এনআইডি কার্ড কে বা কারা ব্যবহার করে আমাকে প্রকল্পের বাস্তবায়নকারী বানাইছে তাও জানি না। ইউএনও অফিস থেকে আমাকে বলা হয় টাকা তুলে দেওয়ার জন্য আমি তা করি।
সহকারী কাম-কম্পিউটার অপারেটর রিপন দে বলেন, সিলেটের শিবগঞ্জ থেকে সুগন্ধা নার্সারী থেকে গাছের চারা ক্রয় করেছি। সময় কম থাকায় প্রকল্প বাস্তবায়নকারী আহমদ আলী কে বলতে পারি নি। কাজটা আমরা বাস্তবায়ন করেছি তাই টাকা রাখছি। সরকারি কর্মকর্তা হয়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারেন কি না ? প্রকল্প বাস্তবায়নকারী হিসেবে আপনি কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপন করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্বীকার করছি আমার ভূল হয়েছে।