কুলাউড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে অটোরিকশাচালককে হত্যা
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে শুক্রবার (৩০ মে) প্রকাশ্যে ছুরিকাঘাতে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। নিহত শাহীন আহমেদ (২৮) পৌরসভা জয়পাশা এলাকার বাসিন্দা ইসহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা নাগাদ কুলাউড়া শহরের দক্ষিণবাজার থেকে কাদিপুরগামী সড়কে হঠাৎ একটি সিএনজি অটোরিকশা থেকে কে বা কারা ব্যাটারিচালিত অটোরিকশাচালক শাহীনকে ধাওয়া করে। একপর্যায়ে সিএনজি অটোরিকশায় বসে এক ঘাতক ছুরি দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশারচালক শাহীনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
এ সময় পথচারীরা আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যার কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।