ইহদিনার আয়োজনে ‘কমিউনিটি ক্লিনআপ ডে’ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৪:২৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মিশিগানে দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে ইহদিনা । রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এই কার্যক্রমে কমিউনিটির তিনটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক স্থানে পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করা হয়।
কর্মসূচির প্রথম ধাপ শুরু হয় হ্যামট্রামিকের ঐতিহ্যবাহী মসজিদ বায়তুল মোকাররামে। যোহরের নামাজের পর বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অভিযানের সূচনা করা হয়। এরপর মসজিদের ভেতরের অংশ, অজুখানা এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
পরবর্তী ধাপে অভিযান পরিচালিত হয় ডেট্রয়েটের অন্যতম পুরনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ডেট্রয়েটে। সেখানে দীর্ঘদিন জমে থাকা আগাছা, প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ এবং অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় পার্কিং লট ও প্রতিষ্ঠানটির চারপাশ।
কর্মসূচির শেষ ধাপে অংশগ্রহণকারীরা জড়ো হন হ্যামট্রামিকের কেন্দ্রস্থলে অবস্থিত জেইন ফিল্ড পার্কে। এখানে শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, পার্কে অবস্থানরত তরুণদের সঙ্গে সংলাপের মাধ্যমে নামাজ, পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা এবং ইতিবাচক সংস্কৃতি চর্চার আহ্বান জানানো হয়। তরুণরা এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করে।
দিনের শেষাংশে জেইন ফিল্ড পার্কে আসরের নামাজের পর বিশেষ দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
ইহদিনা’র পক্ষ থেকে মাওলানা আহমেদ কাশেম, মুফতি রিয়াদুল হুদা এবং মাওলানা শাকের আহমদ অংশগ্রহণকারী সদস্য, স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মসজিদ বায়তুল মোকাররাম এবং দারুল উলুম ডেট্রয়েটের দায়িত্বশীলরা ইহদিনার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কমিউনিটির পঞ্চাশের অধিক সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে অনুকরণীয় এক উদ্যোগের দৃষ্টান্ত।