বিশ্ব সিলেট সম্মেলন এবার মিশিগানে
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে সিলেটের ইতিহাস ঐতিহ্য ভাষাও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী আগস্টের ১৬-১৭ তারিখে মিশিগান ষ্টেটের ট্রয় সিটির আমেরিকান পোলিশ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সিলেট সম্মেলন ২০২৫।
এই সম্মেলনকে সামনে রেখে রোববার ১২ই এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ব সিলেট সম্মেলনের কনভেনর সাহাব আহমেদ সুমিন, সভাটি সঞ্চালনা করেন সম্মেলনের মেম্বার সেক্রেটারি এম এ চৌধুরী ছায়েম। সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিক এবং কমিউনিটি বিশিষ্ট জনেরা তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।
কনভেনর সাহাব আহমেদ সুমিন সম্মেলনের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সম্মেলনের মেম্বার সেক্রেটারি এম এ চৌধুরী ছায়েম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব সিলেট সম্মেলনের কো- কনভেনর সৈয়দ মুইন দিপু, কো-কনভেনর মিনহাজ রাসেল চৌধুরী, কো- কনভেনর দেলোয়ার আনসার সহ আরো অনেকে। আয়োজকরা বিশ্ব সিলেট সম্মেলনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।