ইলিয়াসের দুর্গে ‘লুনা’কে নিয়ে স্বপ্ন বুনছেন নেতাকর্মীরা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
জয়নাল আবেদীনঃ
সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী-বিহীন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে নিয়েই দুর্গ গড়তে স্বপ্ন দেখছেন বিএনপি নেতাকর্মীরা। গত বছর ৫ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে এমন স্বপ্ন দেখছেন সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা ১৭ বছরের জেল, জুলুম, নির্যাতন আর হয়রানির কথা যেন মাত্র ৮ মাসেই ভুলে গিয়ে তাদের নেত্রী ইলিয়াসপত্নী লুনার হাতকে শক্তিশালী করতে মাঠে জোরালোভাবে কাজ করে যাচ্ছেন।
পুরো রমজান মাস ধরেই দুই উপজেলায় ইফতার মাহফিলের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন দলীয় কার্যক্রম। এক সময়ে ভেঙে পড়া নেতাকর্মীদের মাঝে এখন দলীয় কার্যক্রম নিয়ে ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। নেতাকর্মীদের মুখে ফুটে উঠছে ঐক্যের সুর। তাদের একটাই স্বপ্ন এখন ইলিয়াসপত্নী লুনাকে সিলেট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত করা। গত ২০১২ সালের ১৭ই এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা এম. ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলী। তখন সারা দেশে শুরু হয় এম. ইলিয়াস আলী ও আনছার আলীর সন্ধান দাবিতে বিভিন্ন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় আন্দোলন করতে গিয়ে একই বছরের ২৩শে এপ্রিল বিশ্বনাথে গুলিবিদ্ধ হয়ে মারা যান সেলিম, জাকির ও মনোয়ার নামের তিনজন বিএনপি সমর্থক। ওইদিন গুলিবিদ্ধ হয়ে তিনজন বিএনপি সমর্থক মারা গেলেও এ ঘটনায় কয়েকটি মামলায় হাজার হাজার বিএনপি নেতাকর্মীই আসামি হয়ে জেল খাটতে হয়েছে। পুলিশের মামলা-হামলা আর নির্যাতনের ভয়ে প্রায় ১৭টি বছর বিশ্বনাথে ও ওসমাীনগরের বিএনপি নেতাকর্মীরা গা-ঢাকা দিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন। পুলিশের গ্রেপ্তার ভয়ে থাকতে পারেননি নিজ বাড়ি-ঘরে। ঠিকমতো চালিয়ে যেতে পারেননি দলীয় কার্যক্রম। ঠিক তখনি দলের হাল ধরা শুরু করেন এম. ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। নেতা-কর্মীদের মাথার ছাতা হয়ে দিতে থাকেন উৎসাহ- উদ্দীপনা। এম. ইলিয়াস আলী নিখোঁজের পর প্রায় ১৩টি বছর ধরে লুনাই বিএনপি নেতাকর্মীদের অভিভাবক হয়ে কাজ করছেন। তাই এ সব বিএনপি নেতাকর্মীই লুনাকে নিয়ে এই আসনে দুর্গ গড়ে তুলতে চান। তারা মাঠে ঘাঠে সভা সমাবেশে একটাই দাবি করছেন লুনাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলবিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা। এ সময় সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর বিশ্বনাথের গ্রামের বাড়িতে নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত তার বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, বিগত ১৭টি বছর আমরা বিশ্বনাথ বিএনপি’র নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতের শিকার হয়ে নীরব ছিলাম। ফ্যাসিস্ট বিদায়ের পর নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী আমাদের অভিভাবক তাহসিনা রুশদীর লুনা ম্যাডামকে নিয়ে চমক দেখাবো ইনশাআল্লাহ্।
ওসমানীনগর উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, বিগত ১৭ বছর আমরা আনন্দে ঈদ উদ্যাপন করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদের আনন্দ উপভোগ করতে বাধা দিয়েছে। আজকে এ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্যাপন করছি। আমাদের প্রিয় নেত্রী সিলেট-২ আসনের কাণ্ডারী তাহসিনা রুশদির লুনা ম্যাডামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার বাড়িতে গিয়েছিলাম। ম্যাডামের আন্তরিকতায় নেতাকর্মীরা উৎফুল্ল ছিল। আমাদের আনন্দ দ্বিগুণ হতো যদি জননেতা ইলিয়াস আলী আজ আমাদের পাশে থাকতেন। উনাকে ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।